Header Ads

Header ADS

দেওয়ানী কার্যবিধি- ১৯০৮


জমি-জমা ও অধিকার সংক্রান্ত বিরোধ নিরসন কল্পে প্রণীত বিধিবিধান ঃ-
১। সংজ্ঞাসমূহ
২। দেওয়ানী কার্যবিধির পরিধি ও প্রয়োগ।
৩। দেওয়ানী প্রকৃতির মোকদ্দমার অর্থ।
৪। দেওয়ানী আদালতসমূহের এখতিয়ার।
৫। রেস-জুডিকাটা এবং রেস-সাবজুডিস।
৬। দেওয়ানী মোকদ্দমা রুজুকরণ এবং কার্যপ্রণালী।
৭। মোকদ্দমার পক্ষসমূহ।
৮। প্লিডিংস (আরজি ও জবাব) এবং প্লিডিংস এর সংশোধন।
৯। আরজি।
১০। লিখিত জবাব ও পাল্টা দাবি।
১১। সমন।
১২। উদঘাটন এবং পরিদর্শন।
১৩। পক্ষগণের হাজিরা ও গরহাজিরা।
১৪। পক্ষগণের পরিক্ষা।
১৫। স্বীকারোক্তি, উপস্থাপন, দলিল বাজেয়াপ্ত এবং ফেরত প্রদান।
১৬। বিচার্য বিষয় নির্ধারণ এবং মোকদ্দমা নিষ্পত্তিকরণ।
১৭। মুলতবি।
১৮। মোকদ্দমা শুনানী ও সাক্ষীর জবানবন্দি গ্রহণ।
১৯। অ্যাফিডেভিট।
২০। অন্তর্বর্তীকালীন আদেশসমূহ : রায়ের পূর্বে ক্রোক ও গ্রেফতার, তত্ত্ববধায়ক (রিসিভার) নিয়োগ, অস্থায়ী নিষেধাজ্ঞা।
২১। কমিশন, নিরাপত্তাজনিত খরচাদি।
২২। বিকল্প বিরোধ নিষ্পত্তি : মধ্যস্থতা, শালিস, এবং আপিলে মধ্যস্থতা।
২৩। মোকদ্দমা স্থানান্তর।
২৪। কতিপয় ক্ষেত্রে মোকদ্দমা :
  1. সরকার অথবা সরকারী কর্মচারী কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা।
  2. বিদেশী শাসক অথবা বিদেশী নাগরিক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা।
  3. কোন কর্পোরেশন কর্তৃক বা ইহার বিরুদ্ধে মোকদ্দমা।
  4. জিম্মাদার, সম্পাদনকারী এবং প্রশাসক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা।
  5. উন্মাদ ও নাবালক কর্তৃক এবং তাদের বিরুদ্ধে মোকদ্দমা।
  6. গণ-উৎপাত সংক্রান্ত মোকদ্দমা।
  7. জনস্বার্থ সংশ্লিষ্ট মোকদ্দমাসমূহ।
২৫। বিভিন্ন প্রকার মোকদ্দমা :
  1. প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা।
  2. ইন্টারপ্লিডার (একাধিক দাবিদার) মোকদ্দমা।
  3. নিঃস্বের মোকদ্দমা।
  4. অর্থ আদায়ের (মানি স্যুট) মোকদ্দমা।
  5. সত্বের মোকদ্দমা, ইত্যাদি।
২৬। মোকদ্দমা উ্ত্তোলন ও আপোষ নিষ্পত্তি : মধ্যস্থতা এবং শালিস।
২৭। পক্ষগণের মৃত্যূ, বিবাহ এবং দেউলিয়া হওয়া।
২৮। সাংবিধানিক ব্যাখ্যা জড়িত আছে এমন মোকদ্দমা।
২৯। রায় ও ডিক্রি।
৩০। ডিক্রি জারী।
৩১। আপিল।
৩২। রিভিউ।
৩৩। রিভিশন।
৩৪। রেফারেন্স।
৩৫। প্রত্যর্পণ।
৩৬। আদালতের সহজাত ক্ষমতা।

No comments

Theme images by Lingbeek. Powered by Blogger.