দেওয়ানী কার্যবিধি- ১৯০৮
১। সংজ্ঞাসমূহ
২। দেওয়ানী কার্যবিধির পরিধি ও প্রয়োগ।
৩। দেওয়ানী প্রকৃতির মোকদ্দমার অর্থ।
৪। দেওয়ানী আদালতসমূহের এখতিয়ার।
৫। রেস-জুডিকাটা এবং রেস-সাবজুডিস।
৬। দেওয়ানী মোকদ্দমা রুজুকরণ এবং কার্যপ্রণালী।
৭। মোকদ্দমার পক্ষসমূহ।
৮। প্লিডিংস (আরজি ও জবাব) এবং প্লিডিংস এর সংশোধন।
৯। আরজি।
১০। লিখিত জবাব ও পাল্টা দাবি।
১১। সমন।
১২। উদঘাটন এবং পরিদর্শন।
১৩। পক্ষগণের হাজিরা ও গরহাজিরা।
১৪। পক্ষগণের পরিক্ষা।
১৫। স্বীকারোক্তি, উপস্থাপন, দলিল বাজেয়াপ্ত এবং ফেরত প্রদান।
১৬। বিচার্য বিষয় নির্ধারণ এবং মোকদ্দমা নিষ্পত্তিকরণ।
১৭। মুলতবি।
১৮। মোকদ্দমা শুনানী ও সাক্ষীর জবানবন্দি গ্রহণ।
১৯। অ্যাফিডেভিট।
২০। অন্তর্বর্তীকালীন আদেশসমূহ : রায়ের পূর্বে ক্রোক ও গ্রেফতার, তত্ত্ববধায়ক (রিসিভার) নিয়োগ, অস্থায়ী নিষেধাজ্ঞা।
২১। কমিশন, নিরাপত্তাজনিত খরচাদি।
২২। বিকল্প বিরোধ নিষ্পত্তি : মধ্যস্থতা, শালিস, এবং আপিলে মধ্যস্থতা।
২৩। মোকদ্দমা স্থানান্তর।
২৪। কতিপয় ক্ষেত্রে মোকদ্দমা :
- সরকার অথবা সরকারী কর্মচারী কর্তৃক বা বিরুদ্ধে মোকদ্দমা।
- বিদেশী শাসক অথবা বিদেশী নাগরিক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা।
- কোন কর্পোরেশন কর্তৃক বা ইহার বিরুদ্ধে মোকদ্দমা।
- জিম্মাদার, সম্পাদনকারী এবং প্রশাসক কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা।
- উন্মাদ ও নাবালক কর্তৃক এবং তাদের বিরুদ্ধে মোকদ্দমা।
- গণ-উৎপাত সংক্রান্ত মোকদ্দমা।
- জনস্বার্থ সংশ্লিষ্ট মোকদ্দমাসমূহ।
- প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা।
- ইন্টারপ্লিডার (একাধিক দাবিদার) মোকদ্দমা।
- নিঃস্বের মোকদ্দমা।
- অর্থ আদায়ের (মানি স্যুট) মোকদ্দমা।
- সত্বের মোকদ্দমা, ইত্যাদি।
২৭। পক্ষগণের মৃত্যূ, বিবাহ এবং দেউলিয়া হওয়া।
২৮। সাংবিধানিক ব্যাখ্যা জড়িত আছে এমন মোকদ্দমা।
২৯। রায় ও ডিক্রি।
৩০। ডিক্রি জারী।
৩১। আপিল।
৩২। রিভিউ।
৩৩। রিভিশন।
৩৪। রেফারেন্স।
৩৫। প্রত্যর্পণ।
৩৬। আদালতের সহজাত ক্ষমতা।
No comments