Header Ads

Header ADS

আমাদের আইনি সেবা সম্পর্কিত মেনু পরিচিতি।

সুপ্রিয় পাঠক,

‘এসো আলোর পথে ’ ওয়েব পেইজ এ আপনাকে স্বাগতম। আইন সেবা‘মেনুটি ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি অন্যতম প্রধান মেনু। এই মেনুতে আইনি সেবা সম্পর্কে বিভিন্ন নিবন্ধ লিপিবদ্ধ করা হয়েছে। এই মেনুর অধীনে প্রদেয় সেবাকে প্রথমত দুটি সাব-মেনুতে বিভক্ত করা হয়েছে। যেমন:-

১। দেওয়ানী অনুশীলন।
২। ফৌজদারী অনুশীলন।

১। দেওয়ানী অনুশীলন:- এ মেনুর অধীনে দেওয়ানী সেবা সম্পর্কে বিভিন্ন তথ্যবহুল নিবন্ধ লেখা হয়েছে, যা পাঠক পর্যায়ে তিনটি সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যেমন:- 

(ক) কোম্পানি সম্পর্কিত সেবা:- এই মেনুর অধীনে কোম্পানি সম্পর্কিত বিভিন্ন তথ্যবহুল নিবন্ধ লেখা হয়েছে।

(খ) ব্যাংক সম্পর্কিত সেবা:- এই মেনুর অধীনে ব্যাংক সম্পর্কিত বিভিন্ন তথ্যবহুল নিবন্ধ লেখা হয়েছে।

(গ) ব্যক্তিগত পরিসেবা:- এই মেনুর অধীনে ব্যক্তিগত পর্যায়ে দেওয়ানী সম্পর্কিত কি কি সেবা দেয়া যেতে পারে, সে সম্পর্কে বিভিন্ন তথ্যবহুল নিবন্ধ লেখা হয়েছে।

২। ফৌজদারী অনুশীলন:- এই মেনুর অধীনে ফৌজদারী সেবা সম্পর্কে বিভিন্ন তথ্যবহুল নিবন্ধ লেখা হয়েছে, যা পাঠক পর্যায়ে তিনটি সাব ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যেমন:- 

(ক) অপরাধ সমূহ:- এই মেনুর অধীনে ফৌজদারী অপরাধ সম্পর্কে ফৌজদারী কার্যবিধির আলোকে বিভিন্ন তথ্যবহুল নিবন্ধ লেখা হয়েছে।

(খ) প্রতিকার সমূহ:- ফৌজদারী কার্যবিধির অধীনে সংঘটিত বিভিন্ন অপরাধ সমূহের ক্ষেত্রে দন্ডবিধির আলোকে কিভাবে প্রতিকার পাওয়া যেতে পারে, সে সম্পর্কে বিভিন্ন তথ্যবহুল আলোচনা করা হয়েছে।

(গ) সামগ্রিক আইনি সেবা:- এই মেনুর অধীনে উপরোল্লিখিত মেনুর অধীনে যে সকল সেবা সম্পর্কিত নিবন্ধ লেখা হয়নাই, সে সকল সামগ্রিক বিষয়ে নিবন্ধ লেখা হয়েছে।

সম্মানিত পাঠক, পরিশেষে আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে, ইতোমধ্যে আপনি আমাদের ওয়েব পেইজ এর ‘আইনি সেবা’ মেনুর অধীনে লিখিত নিবন্ধ সম্পর্কে পরিচিতি লাভ করেছেন। আমাদের এই ওয়েব পেইজ এর কোন কন্টেন্ট যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে, তবে তা অন্যকে জানার জন্য শেয়ার করতে করতে পারেন এবং আমাদের আপলোডকৃত কন্টেন্ট এর ইমেইল নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ওয়েব পেইজ।

No comments

Theme images by Lingbeek. Powered by Blogger.