Header Ads

Header ADS

ফৌজদারী কার্যবিধি- ১৮৯৮


বিভিন্ন প্রকার অপরাধ ও ক্ষতি সংক্রান্ত বিষয়ে বিচার প্রক্রিয়া ও তৎসংক্রান্ত বিধিবিধান ঃ-

১। সংজ্ঞাসমূহ।
২। ফৌজদারী আদালত এবং কার্যালয়সমূহের গঠন প্রণালী ও ক্ষমতা।
৩। অপরাধের তথ্য প্রদান।
৪। গ্রেফতার, পলায়ন এবং পুণরায় গ্রেফতার।
৫। জরুরী ক্ষেত্রে অস্থায়ী আদেশ প্রদান।
৬। শান্তিরক্ষা ও সদাচরণের জন্য মুচলেকা।
৭। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিরোধ।
৮। হাজির করতে বাধ্য করিবার প্রক্রিয়াসমূহ।
৯। দলিলপত্র দাখিলে বাধ্য করিবার প্রক্রিয়াসমূহ।
১০। অপরাধ প্রতিরোধ।
১১। পুলিশের নিকট সংবাদ প্রেরণ এবং তাদের তদন্ত করিবার ক্ষমতা।
১২। ডায়েরি, তদন্ত এবং পুলিশ প্রতিবেদন।
১৩। মামলা পরিচালনা পদ্ধতি : অনুসন্ধান ও বিচারের ক্ষেত্রে ফৌজদারী আদালতসমূহের এখতিয়ার।
১৪। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের ও ম্যাজিস্ট্রেট কর্তৃক কার্যক্রম শুরু।
১৫। ম্যাজিস্ট্রেট আদালতে মামলার বিচার।
১৬। সংক্ষিপ্ত বিচার।
১৭। দায়রা আদালতে বিচার।
১৮। অনুসন্ধান, বিচার ও রায় প্রদানের ক্ষেত্রে সাধারণ নিয়মাবলী।
১৯। আপিল।
২০। রেফারেন্স।
২১। রিভিশন।
২২। ১৯৫ ধারার মামলার কার্যক্রম।
২৩। আপোষ নিষ্পত্তিযোগ্য অপরাধসমূহ এবং আপোষ নিষ্পত্তি অযোগ্য অপরাধসমূহ।
২৪। মামলা স্থানান্তর।
২৫। বিশেষ কার্যক্রম।
২৬। পাবলিক প্রসিকিউটর বা রাষ্ট্রপক্ষের উকিল সংক্রান্ত বিধানাবলী।
২৭। সাক্ষ্য গ্রহণের নিমিত্তে কমিশন।
২৮। আসামীর অনুপস্থিতিতে বিচার।

No comments

Theme images by Lingbeek. Powered by Blogger.