এই সেই ঘর।
এই সেই ঘর
মনির খান
এই সেই ঘর........
এই সেই ঘর,
বিছানার পাশে আছে, পানের বাটা,
চশমা টা পড়ে আছে পাশে........
শুধু মা নেই........শুধু মা নেই।
শুধু মা নেই........শুধু মা নেই।
দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা,
মা বুঝি বলছে, এলি না কি খোকা।
দরজাটা খুলতেই খেয়ে যাই ধোকা,
মা বুঝি বলছে, এলি না কি খোকা।
বুকের ভিতরটা নড়েচড়ে উঠে,
চোখ বেয়ে জল নেমে আসে........
শুধু মা নেই........শুধু মা নেই।
শুধু মা নেই........শুধু মা নেই........ঐ
জানি ফিরে পাবনা হারানো তিথি,
মা শুধু আজ তাই, ফ্রেমে বাঁধা স্মৃতি।
জানি ফিরে পাবনা হারানো তিথি,
মা শুধু আজ তাই, ফ্রেমে বাঁধা স্মৃতি।
মায়ের ছবি ঐ ফ্রেমে বাঁধানো,
আমার দিকে চেয়ে আছে........
শুধু মা নেই........শুধু মা নেই।
শুধু মা নেই........শুধু মা নেই........ঐ
{সংগৃহীত}
No comments