Header Ads

Header ADS

আমাদের ওয়েব পেইজ এর বিস্তারিত পরিচয় পর্ব

আসসালামু আলাইকুম,

সুপ্রিয় পাঠক,

এসো আলোর পথে’ ওয়েব পেইজে আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভাল আছেন। এটি আমাদের শিক্ষা, আইন, সাহিত্য, গবেষণা, স্বাস্থ্য ও সচেতনতা এবং সাম্প্রতিক বিষয় সম্পর্কে ওয়েব পেইজ। এই পেইজে উল্লেখিত বিষয়সমূহকে বিভিন্ন ক্যাটগরিতে ভাগ করা হয়েছে এবং লিপিবদ্ধকৃত কন্টেন্ট সমূহ সহজে খুঁজে পেতে প্রধান মেনু বা ক্যাটগরির অধীনে একাধিক সাব-মেনু বা সাব-ক্যাটগরি রাখা হয়েছে। পুরো পেইজে বিভিন্ন মেনু/ক্যাটগরির অধীনে সাব-মেনু বা সাব-ক্যাটগরিতে যে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, তার সার-সংক্ষেপ আপনাদের জ্ঞাতার্থে নিম্নে তুলে ধরা হলো।

১। পরিচয় পর্ব:

এটি ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি প্রধান মেনু। যেটি আমাদের এই ওয়েব পেইজ এর প্রারম্ভিক পরিচয় প্রদান করে থাকে। এই মেনুর অধীনে মোট চারটি ফিচার্ড মেনু অ্যাড করা হয়েছে। যার প্রথমটিতে আমাদের ব্যক্তিগত পরিচয় সম্পর্কে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়টিতে আমাদের আইনজীবি ও পরামর্শদাতাগণ সম্পর্কে তুলে ধরা হয়েছে। তৃতীয়টিতে আমাদের সেবা ও সেবার ধরণ সম্পর্তে তুলে ধরা হয়েছে। আর চতূর্থটিতে আমাদের মক্বেল বা সেবাগ্রহীতাদের একটি প্রারম্ভিক ধারণা দেওয়া হয়েছে।

২। আইন সেবা:

এটি ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি অন্যতম প্রধান মেনু। যে মেনুতে আমাদের আইনি সেবা সম্পর্কে আলোকপাত করা হয়েছে। এই মেনুর অধীনে প্রদেয় সেবাকে দুটি সাব-মেনুতে বিভক্ত করা হয়েছে। যার একটি দেওয়ানী অনুশীলন, যার অধীনে আমরা কোম্পানি, ব্যাংক ও ব্যক্তিগত পর্যায়ে সেবা দিয়ে থাকি। আরেকটি হচ্ছে ফৌজদারী অনুশীলন, যার অধীনে আমরা ফৌজদারী বিষয় সমূহে ধারণা দিয়ে থাকি।

৩। পড়া ও লেখা:

এটি ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর শিক্ষা বিষয়ক একটি প্রধান মেনু। যার অধীনে মোট চারটি সাব-মেনুতে শিক্ষা বিষয়ে আলোকপাত করা হয়েছে। এদের মধ্যে প্রথমটি হচ্ছে একাডেমিক, যার অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায় যেমন- দাখিল (মাধ্যমিক পর্যায়), আলিম (উচ্চ মাধ্যমিক পর্যায়), ফাজিল (স্নাতক পর্যায়) ও কামিল (স্নাতকোত্তর পর্যায়) এর বিভিন্ন একাডেমিক বিষয়ে আলোকপাত করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে বার কাউন্সিল, যার অধীনে বার কাউন্সিল এর পাঠ্যসূচি, বিষয় ভিত্তিক আলোচনা ও বহুনির্বাচনী প্রশ্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। তৃতীয়টি হচ্ছে জুডিসিয়ারি, যার অধীনে জুডিসিয়ারির প্রণীত সর্বশেষ সিলেবাস, বিষয়ভিত্তিক আলোচনা ও বহুনির্বাচনী প্রশ্ন বিষয়ে আলোকপাত করা হয়েছে। আর চতূর্থটি হচ্ছে সাহিত্যাঙ্গন, যার অধীনে ছড়া ও কবিতা, প্রবন্ধ ও উপন্যাস, গল্প ও আড্ডা এবং সঙ্গীত ও গান নিয়ে আলোকপাত করা হয়েছে।

৪। গবেষণা পর্ব:

এটিও ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি প্রধান মেনু। এই মেনুর অধীনে চারটি সাব-মেনুতে বিভিন্ন বিষয়ে গবেষণামূলক তথ্য বিন্যাস করা হয়েছে। যার প্রথমটি হচ্ছে ধর্মীয় বিষয়, যার অধীনে আকিদা, আমল ও অন্যান্য বিষয়সমূহে আলোকপাত করা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে জাগতিক বিষয় যেখানে দুনিয়াবী বিষয় সমূহে গবেষণামূলক প্রবন্ধ আলোকপাত করা হয়েছে। তৃতীয়টি হচ্ছে আইনগত বিষয় যেখানে বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন আইনগত বিষয় আলোকপাত করা হয়েছে। আর চতূর্থটি হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পদ্ধতিতে বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হয়েছে।

৫। স্বাস্থ্য বিভাগ:

এটিও ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর স্বাস্থ্য বিষয়ক একটি প্রধান মেনু। যার অধীনে তিনটি সাব-মেনুর আলোকে স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন বিষয়াদি তুলে ধরা হয়েছে। যার প্রথমটি হচ্ছে দৈনন্দিন জীবন, যেখানে মানুষের অভ্যাস, কুসংস্কার এবং এদুটির কারণে সৃষ্ট সমস্যা বিষয়ে তুলে ধরা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে রোগব্যাধি, যেখানে মানুষের  দৈনন্দিন জীবনের কৃতকর্মের কারণে সৃষ্ঠ রোগব্যাধি সম্পর্কে তুলে ধরা হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে চিকিৎসা, যার অধীনে সৃষ্ঠ রোগব্যাধির হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক ও ভেষজ চিকিৎসার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

৬। নোটবুক:

এটি ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি প্রধান মেনু। এই মেনুকে মোট পাঁচটি সাব-মেনুতে বিন্যাস করে বিভিন্ন বিষয়ে নিবন্ধ লেখা হয়েছে। যার প্রথমটি হচ্ছে তথ্যকোষ, যেখানে যতদূর সম্ভব যাবতীয় বিষয়ে সংক্ষেপে নিবন্ধ লেখা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে সংক্ষিপ্ত টীকা, যেখানে উল্লেখযোগ্য কোন বিষয়ে সংক্ষেপে নিবন্ধ লেখা হয়েছে। তৃতীয়টি হচ্ছে আমার ডায়েরী, যেখানে নিজের অভিজ্ঞতার আলোকে বা নিজের জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে বা বাস্তব অভিজ্ঞতার আলোকে নিবন্ধ লেখা হয়েছে। চতূর্থটি হচ্ছে নবজাতকের সুন্দর নাম, যেখানে মুসলিম শিশুদের ইসলামিক ও আধুনিক নাম বিষয়ে নিবন্ধ লেখা হয়েছে। আর পঞ্চমটি হচ্ছে দর্শনীয় স্থান, যেখানে বাংলাদেশের আটটি বিভাগের দর্শনীয় স্থান সম্পর্কে নিবন্ধ লেখা হয়েছে।

৭। হালনাগাদ:

এটি ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি প্রধান মেনু। এই মেনুর অধীনে মোট পাঁচটি সাব-মেনুর তৈরী করে বিভিন্ন বিষয়ে নিবন্ধ লেখা হয়েছে। যার প্রথমটি হচ্ছে সাম্প্রতিক তথ্য, যার অধীনে আরো দু-টি সাব-মেনু  যেমন- জাতীয়, আন্তর্জাতিক তৈরী করতঃ বিভিন্ন নিবন্ধ লেখা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে  চাকরির বিজ্ঞপ্তি, যেখানে আরো দু-টি সাব-মেনু যেমন- ‘সরকারি’ ও ‘বেসরকারি’ তৈরী করে বিভিন্ন চাকুরির ব্যাপারে নিবন্ধ লেখা হয়েছে। তৃতীয়টি হচ্ছে প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন, যেখানে সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন বা বিজ্ঞাপন বিষয়ে নিবন্ধ লেখা হয়েছে। চতূর্থটি হচ্ছে নোটিশ বোর্ড, যেখানে চাকরি থেকে শুরু করে বিভিন্ন সরকারি ও বেসরকারি নোটিশ সম্মানিত পাঠকদের জন্য শেয়ার করা হয়েছে এবং হবে। আর পঞ্চমটি হচ্ছে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ যার অধীনে স্মার্টফোন ও ল্যাপটপ বিষয়ে বিভিন্ন তথ্য সম্মানিত পাঠকদের জ্ঞাতার্থে শেয়ার করা হয়েছে এবং হবে।

৮। অ্যালবাম:

এটিও ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি প্রধান মেনু। এই মেনুর অধীনে দুটি সাব-মেনু তৈরী করা হয়েছে। যার প্রথমটি ফটোগ্রাফি, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য্যের বিভিন্ন ছবি শেয়ার করা হবে। আর দ্বিতীয়টি হচ্ছে ভিডিওগ্রাফি, যেখানে সম্মানিত পাঠক মহোদয়ের জ্ঞাতার্থে বিভিন্ন তথ্যবহুল ভিডিও শেয়ার করা হবে।

৯। ভাষা:

এটিও ‘এসো আলোর পথে’ ওয়েব পেইজ এর একটি অন্যতম প্রধান মেনু। যার অধীনে দু-টি সাব-মেনু তৈরী করা হয়েছে। যেমন- ‘বাংলা ভার্সন’ ও ‘ইংরেজি ভার্সন ‘, যার মাধ্যমে সম্মানিত পাঠক ভাষা পছন্দ করতে পারবে। এই দু-টি মেনুর মাধ্যমে পাঠকগণ বাংলা ও ইংরেজি ভাষায় আমাদের ওয়েব পেইজ এর কন্টেন্ট পড়তে পারবে।

পরিশেষে সম্মানিত পাঠকদের ধন্যবাদ জানাচ্ছি যে, এতো ধৈর্য্যসহকারে পড়ার মাধ্যমে আপনারা আমার ওয়েব পেইজ এর বিস্তারিত পরিচিতি সম্পর্কে জেনেছেন। ভুলত্রুটি মার্জনীয়। আমরা চেষ্টা করছি বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, তবে আমাদের কন্টেন্ট শেয়ার করুন, অন্যকে উপকৃত হতে সুযোগ তৈরী করে দিন। সৃষ্টিকর্তা আপনাদের কল্যাণ করুন।

No comments

Theme images by Lingbeek. Powered by Blogger.