এই জগতে মা জননীর নেই তো আপন ঘর।
এই জগতে মা জননীর
কণ্ঠশিল্পীঃ শান্ত
এই জগতে মা জননীর নেই তো আপন ঘর...বিধি
এই জগতে মা জননীর নেই তো আপন ঘর।
মা থাকেই যে যখন যে হালে...
সে হালেই সে পর........ঐ
জন্মের পরে আসলো মা
তার বাবারই ঘরে,
আদর-সোহাগ যত্ন করে বড় করে তারে... বিধি
বড় করে তারে...।
জন্মের পরে আসলো মা
তার বাবারই ঘরে,
আদর-সোহাগ যত্ন করে বড় করে তারে... বিধি
বড় করে তারে...।
ও বিধি...রে........।
বিধির নিয়ম মতো তারপরে সে
করে স্বামীর ঘর.....
এই জগতে মা জননীর নেই তো আপন ঘর...ঐ
স্বামীর মরার পরে যখন অধিকারে ঘোড়ে,
ব্যর্থ হয়ে হাত মা, ছেলেদের দুয়ারে.....বিধি
ছেলেদের দুয়ারে......
স্বামীর মরার পরে যখন অধিকারে ঘোড়ে,
ব্যর্থ হয়ে হাত মা, ছেলেদের দুয়ারে.....বিধি
ছেলেদের দুয়ারে......
ও বিধি...রে........।
ছেলে অবহেলার ছলে মাকে...(২)
ক..রে দেয় সে পর.....
এই জগতে মা জননীর নেই তো আপন ঘর...ঐ
{সংগৃহীত}
No comments