মা গো তুমি কাঁদছো কেন?
মা গো তুমি কাঁদছো কেন?
সোনার নোলক
মা গো তুমি কাঁদছো কেন,
একলা.....বাড়িতে.....
একলা.....বাড়িতে.....
তোমার আমার দেখা হবে, জান্নাতের সিঁড়িতে...মা
মা গো তুমি কাঁদছো কেন,
একলা.....বাড়িতে.....।
তুমি তো মা শিখিয়েছো
শহীদেরা ম...রে...না,
তাই হয়েছি শহীদ মা গো
অভিমান করো না।
তুমি তো মা শিখিয়েছো
শহীদেরা ম...রে...না,
তাই হয়েছি শহীদ মা গো
অভিমান করো না।
জিহাদ থেকে পারি কি মা, এমনি আর ফিরিতে...মা
মা গো তুমি কাঁদছো কেন,
একলা...বাড়িতে...।
তোমার ছেলে মিশে আছে
মিছিলে...মিছিলে...
খুঁজে নিও তারে তুমি
শহীদী...মিছিলে...।
তোমার ছেলে মিশে আছে
মিছিলে...মিছিলে...
খুঁজে নিও তারে তুমি
শহীদী...সেই দলে...।
ঝাপসা চোখে দেখে নিও,
মা.....গো........
ঝাপসা চোখে দেখে নিও, আমায় সেই সারিতে...মা
মা গো তুমি কাঁদছো কেন,
একলা...বাড়িতে...।
{সংগৃহীত}
No comments